ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার

  • আপডেট: Saturday, July 12, 2025 - 1:38 am

সোনালী ডেস্ক: আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেন। একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে যান। সেখানে তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের দুই উপদেষ্টাকে ফোন করে অনুরোধ জানান। ওই সময় তিনি আর্থিক সহযোগিতাও করেন।