জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে শহিদ সাকিব আনজুমের বাসায় জামায়াতের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই- আগস্ট, ২৪ গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহিদ পরিবারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বাদ আসর নগরীর তালাইমারী এলাকায় শহিদ সাকিব আনজুমের বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা সেক্রেটারী অধ্যাপক আদিলুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির রাজশাহী সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোহাম্মাদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির আলোচনা করেন রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, বোয়ালিয়া থানা সহকারী সেক্রেটারী আমিনুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালিয়া থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুল ইসলাম।