পবা-মোহনপুর সিএনজি মালিকদের কর্মিসভা

স্টাফ রিপোর্টার: পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সিএনজি মালিক, চালক ও সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় তিনি বলেন, আজকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও মালিকরা। সিএনজি মালিক-চালকরা দিনরাত পরিশ্রম করেও ঠিকমতো পরিবার নিয়ে চলতে পারছেন না।
বিএনপি ক্ষমতায় এলে সিএনজি মালিক-শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিবহন খাতের উন্নয়নে প্রকৃত মালিক ও শ্রমিকদের মতামত নিয়েই নীতি নির্ধারণ করা হবে।
কর্মিসভায় সভাপতিত্ব করেন- সিএনজি সমিতির সদস্য এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরীফ, এমদাদুল হক, পৌর বিএনপি নেতা গোলাম মুর্তুজা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি, পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ও সিএনজি মালিক সমিতির সদস্য সোহেল রহমান প্রমুখ। সভায় নওহাটা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিএনজি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।