ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, July 12, 2025 - 12:01 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৩৫ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া এলাকায় পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মরদেহের বুকে ও দুই পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।