নৌকাডুবিতে ৩ দিনেও খোঁজ মেলেনি আয়েশার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী আয়েশা খাতুন সাথীকে (১৩) তিন দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
গত বুধবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে নানাবাড়িতে বেড়াতে যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার পর গতকাল শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত তিন দিনেও ওই কিশোরীর সন্ধান মেলেনি।
নিখোঁজ স্কুলছাত্রী আয়েশা খাতুন পাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১০-১২ জন যাত্রী এবং মালপত্রসহ একটি নৌকা ৯নং ওয়ার্ডের পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করে। ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা। তার সন্ধানে নদীতে নৌকা নিয়ে খোঁজ অব্যাহত রয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, গত বুধবার নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর সন্ধান এখনো পাওয়া যায়নি।