জামিনে মুক্তি পেলেন সেই বিএনপি নেত্রী

চাঁপাইনবাবগঞ্জ (ভোলাহাট) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
জেল সুপার আমজাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার আমজাদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।
তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেয়া হয়। গত ২৮ জুন রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ আটক করে।