ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ১১:৫৬ অপরাহ্ন

জাতীয় বক্সিং প্রতিযোগিতার রাজশাহী বিভাগের বাছাই

  • আপডেট: Saturday, July 12, 2025 - 1:22 am

স্পোর্টস ডেস্ক: ৩১তম সিনিয়র পুরুষ ও ৭ম মহিলা জাতীয় বক্সিং প্রতিযোগিতার রাজশাহী বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জিমনেসিয়ামে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে ৪২ জন পুরুষ ও ১০ জন মহিলা বক্সার অংশগ্রহণ করেন।

বক্সিং এর উর্বর ভূমি রাজশাহী বিভাগের এই বাছাই পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, বিভাগীয় বক্সিং বাছাই কমিটির সভাপতি সৈয়দ মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব শফিউল আলম মাসুদ, সচিব সাইফুল ইসলাম টুকু, সদস্য মাহফুজ হোসেন, সামির উদ্দিন আহমেদ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।