ল্যাবরেটরী, কলেজিয়েট ও পিএন স্কুলের ফলাফলে খুশি প্রধানরা

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এসএসসির ফলাফলে রাজশাহী মহানগরীর ল্যাবরেটরী, কলেজিয়েট ও পিএন স্কুলের রেজাল্টে খুশি প্রতিষ্ঠান প্রধানরা।
জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় নগরীর ল্যাবরেটরী স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল বিজ্ঞান গ্রুপ থেকে ১২৬ জন পরীক্ষার্থী। পাস করেছে শতভাগ।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভালমত লেখাপড়া করতে পারেনি। তারপরেও এতো ভালো ফলাফলে আমি খুশি। আগামীতে তারা আরও ভালো করবে।
রাজশাহী কলেজিয়েট স্কুলের ফলাফলে জানা যায়, এই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে পাস করে ২৩১ জন।
পাসের হার ৯৮ দশমিক ৭২। জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন। এই স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম শিক্ষার্থীদের এবারের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।
নগরীর পিএন গার্লস স্কুলে এবারের পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন। এরমধ্যে পাস করে ২৩২ জন। পাশের হার ৯৭ দশমিক ৮৯ পারসেন্ট। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন এবং ‘এ’ পেয়েছে ৩৯ জন।
এই স্কুলের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন বলেন, ৫ আগস্টের পরে এই শিক্ষার্থীরা অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে। পড়ালেখার ক্ষেত্রে তাদেরকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
সারাদেশে তাদের অনেক সহপাঠি মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ করেছে। এসবের পরে তাদেরকে পড়ালেখায় নিয়ে আশা শিক্ষক -অভিভাবকদের জন্য চ্যালেঞ্জ ছিল। এরপরেও তাদের এই ফলাফলে আমরা সন্তোষ্ট। আগামীতে তারা আরও ভালো করবে বলে আশা করছি।