রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধীর এসএসসি জয়

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৫ জন পাস করেছে, যার মধ্যে ৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৬ জন শারীরিক প্রতিবন্ধী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১১ জন অকৃতকার্য হয়েছে।
বাকিরা বিভিন্ন জিপিএতে পাস করেছে। ফলাফলে দেখা গেছে, ৯ জন পরীক্ষার্থী জিপিএ ৪ বা তার বেশি পয়েন্ট পেয়ে পাস করেছে। এ ছাড়া ১৬ জন ৩ বা তার বেশি জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ছিল। তারা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। যারা অকৃতকার্য হয়েছে, তারা আগামীতে আবার পরীক্ষায় বসতে পারবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কেউ কেউ অকৃতকার্য হয়েছে, বাকিরা বিভিন্ন পয়েন্ট নিয়ে পাস করেছে।