ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭.৬৩

  • আপডেট: Friday, July 11, 2025 - 12:03 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

যা গত দুই বছরের চেয়ে কম। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ভালো ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে।

কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

গতকাল রাজশাহী শিক্ষাবোর্ডে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মুঞ্জুর রহমান খান প্রমুখ।