ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ক্যাডেট কলেজের সাফল্য অব্যাহত

  • আপডেট: Friday, July 11, 2025 - 12:07 am

চারঘাট প্রতিনিধি: প্রতিবারের মতো এ বছরও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এ বছর এসএসসি পরীক্ষায় এ কলেজের মোট ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর বলেন, ক্যাডেট কলেজে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে।

এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজসমূহ ক্যাডেটদের জ্ঞান-গরিমায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর।