ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৯:৫৭ পূর্বাহ্ন

পূর্বের শত্রুতায় পবায় শতাধিক কলা গাছ কাটলো দুর্বৃত্তরা

  • আপডেট: Friday, July 11, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের কলা বাগানে হামলা চালিয়ে দেড় শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষক সাইদুর রহমান পবা থানায় অভিযোগ করেছেন।

সাইদুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে কলা চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কয়েক মাস আগে কাজীপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে তার পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

গত  মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তার কলা বাগানে গিয়ে প্রায় দেড় শতাধিক কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিশ্রম করে গাছগুলো পরিচর্যা করলেও ফলন আসার আগেই সব নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, সকালে গিয়ে দেখি সব গাছ কাটা। এখন কীভাবে সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।’

এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পবা থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এভাবে কৃষকের ক্ষতি করা ন্যাক্কারজনক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।