ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

কৃষি নির্ভর অর্থনীতির ভিত্তি হলো কৃষক ও সার শিল্প———-  শরীফ উদ্দিন

  • আপডেট: Friday, July 11, 2025 - 12:38 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছেন, বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির ভিত্তি হলো কৃষক ও সার শিল্প।

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এ খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তা, জটিলতা নিরসন এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার টেকসই রূপরেখা তৈরি অপরিহার্য।

বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে দিনব্যাপী বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা ও ‘বি-বাড়ির মেলা’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও বিভাগের বিভিন্ন জেলা থেকে সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এতে একদিকে যেমন মতবিনিময় হয়েছে, অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও একতা আরও দৃঢ় হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাজশাহী শাখার সভাপতি আবুল কালাম। সভায় আরও বক্তব্য দেন বিএফএ রাজশাহীর সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সার শিল্পের বর্তমান অবস্থা, বাজারে বিভিন্ন সঙ্কট ও সমাধান, ব্যাংক ঋণ ও ভর্তুকি সুবিধা সহজিকরণ, পরিবহন সমস্যা এবং সরকারি প্রণোদনার বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা করেন।

তারা বলেন, কৃষি খাতের অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সার ব্যবসাকে আরও সহজ ও আধুনিক করতে হবে।

আয়োজকরা জানান, বার্ষিক সাধারণ সভার পাশাপাশি বি-বাড়ির মেলা আয়োজন করা হয় ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন, নতুন প্রজন্মের ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের জন্য। অনুষ্ঠানের শেষপর্বে সৌহার্দ্য বিনিময় ও মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়।