এসএসসি পরীক্ষায় সাফল্য: প্রকৌশলী হতে চান মিহির

স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: ইয়াসিফ রহমান মিহির। সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।
ইয়াসিফ রহমান মিহির ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হয়ে একজন দক্ষ ও দেশসেবী প্রকৌশলী হতে চান। তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা
করে একজন প্রকৌশলী হতে চাই। প্রকৌশলী হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শিক্ষক সাবেরা সুলতানা এবং গণিত শিক্ষক মোশাররফ হোসেন জানান, মিহির শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্র ছিল।
তার এই সাফল্যে আমরা গর্বিত। ইয়াসিফ রহমান মিহিরের বাবা মো: মতিউর রহমান মিলন একজন ব্যবসায়ী। মিহিরের মা মোসা: ফাতেমা বেগম একজন গৃহিনী। মিহিরের বাবা এবং মা তাদের ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন সে আগামীতেও এমন সফলতা ধরে রাখতে পারে এবং দেশের জন্য গর্ব হয়ে উঠতে পারে।