ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৮:৫৪ অপরাহ্ন

বাগমারায় আলোর বাংলা ফাউন্ডেশনের গ্রাহক সমাবেশ

  • আপডেট: Friday, July 11, 2025 - 11:49 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আলোর বাংলা ফাউন্ডেশনের’ বার্ষিক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লাউপাড়া মাঝার মোড়স্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা

বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জাকির, সাফল্য গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুমন আহম্মেদ, বাগমারা স্বপ্ন লিমিটেডের নির্বাহী পরিচালক আমিনুল হক, আলোর বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক, ম্যানেজার ওবাউদুর রহমান ও হিসাব রক্ষক নুরনবী চাঁদ প্রমুখ।