ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

শিবগঞ্জে ঢেউটিন ও চেক বিতরণ

  • আপডেট: Thursday, July 10, 2025 - 12:21 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদোগে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার নুরজাহান খাতুন, রফিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, জিয়াউর রহমান, মোহফুল হক। এছাড়া বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের তাসবুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল উদ্দিন।