ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৫:০৪ অপরাহ্ন

শিবগঞ্জে গাছের চারা, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, July 10, 2025 - 12:12 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি। তাই আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করতে হবে। ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে।

তাই আমাদের বাসস্থান ও বিদ্যালয়ের আশপাশে থাকা যেকোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট- এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে আশা করছি সফল হবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।