বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় একজন গ্রেপ্তার

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলায় গোলাম মোস্তফাকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাঘা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গোলাম মোস্তফা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের বাসিন্দা মৃত জাকাতুল্লাহ ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুল এর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে রাত আনুমানিক রাত ৯টার দিকে ককটেল বিস্ফোরণ হামলায় হয়।
এ ঘটনা গত ১৮ জানুয়ারি ফখরুল হাসান বাবুল বাদি হয়ে ১১২ জন আওয়ামী লীগ নেতাকর্মিদের আসামি করে নামে মামলা করেন।এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবুলের দায়ের করা মামলায়এজারভুক্ত আসামী গোলাম মোস্তফা পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।