ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৮:৩৯ অপরাহ্ন

রুয়েটে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 10, 2025 - 1:29 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আইপিই ক্লাবের উদ্যোগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ‘ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

প্রতিযোগিতায় আইপিই বিভাগের শিক্ষার্থীরা ১২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেন। প্রতিটি গ্রুপে ২১, ২৩ ও ২৪ ব্যাচের ছয়জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দল বাস্তবভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন।

আয়োজনটিতে সময় ব্যবস্থাপনা, উৎপাদন দক্ষতা ও বিশ্লেষণী চিন্তাশক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধাপে অংশগ্রহণ কারীদের মূল্যায়ন করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।