ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৭:৩৪ অপরাহ্ন

ভাগনের টাকা নিয়ে অস্বীকারের অভিযোগ

  • আপডেট: Thursday, July 10, 2025 - 1:14 am

স্টাফ রিপোর্টার: নগরীর ভুগরইল এলাকায় মামাকে দুই কোটি টাকা দিয়ে বিপদে পড়েছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার সন্ধ্যায় টাকা দেয়ার নামে ডেকে নিয়ে তাকে মারধরও করা হয়েছে। এ নিয়ে নগরীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

তবে ওই ব্যক্তির মামা টাকা নেয়ার কথা অস্বীকার করছেন। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াসিমুল হক। পেশায় তিনি একজন ঠিকাদার। এবিষয়ে মঙ্গলবার রাতে ওয়াসিমুলের ভাগনে আল ফারুক আহমেদ আজাদ কামাল নতুনের স্ত্রী শিক্ষানবীশ আইনজীবী তানিয়া খাতুন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এতে তিনি উল্লেখ করেন, তার স্বামী নতুন মামা ওয়াসিমুল হকের কাছে দুই কোটি টাকা পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় টাকা দেয়ার নামে নতুনকে পবার ভুগরইল এলাকায় ওয়াসিমুলের কার্যালয়ে ডেকে নেয়া হয়। তারপর কথা কাটাকাটির জেরে তাকে সেখানে মারপিট করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ওয়াসিমুলের ভাই জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে কাওছার আলী (২৬), ওয়াসিমুলের আরেক ভাই ওহাব আলী (৫২) এবং তার ছেলে মো. লিটন (৩০) নতুনকে মারধর করেছেন। অভিযোগে বলা হয়, কাওছার আলী লোহার রড দিয়ে আঘাত করলে নতুনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

লিটন কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। জয়নাল আবেদীনের আঘাতে তার মুখে রক্তাক্ত জখম হয়। মারধরের পর কাওছার আলী নতুনের কাছে থাকা নগদ ১ লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত নতুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ অস্বীকার করে ওয়াসিমুল হক দাবি করেন, নতুন তার কাছে কোনো টাকাই পাবেন না। সে আমার চেম্বারে ভাঙচুর করতে এসেছিল। লোকজন তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমর ভাই-ভাতিজা কেউ ছিল না। তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমিও মামলা দায়ের করব।’

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন বলেন, ‘নতুনকে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’