ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় ১৭ মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার, মাদক উদ্ধার

  • আপডেট: Thursday, July 10, 2025 - 12:07 am

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ এবার পেশাদার দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নামে বিভিন্ন থানায় ১৭টি মাদক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন আহম্মেদ (৪০), পিতা আব্দুল মজিদ ও সনেট আহম্মেদ (৪১) পিতা জমশেদ আলী, উভয় সাং পঞ্চবাটি, থানা-বোয়ালিয়া। এদের কাছ থেকে পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন। এর মধ্যে থানার (সি.ডি.এম.এস) রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় ,অভিযুক্ত সনেট-এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মাদক মামলা রয়েছে।

বাঘা থানা পুলিশ জানান, বাঘা সীমান্ত এলাকার স্কুল শিক্ষক আনোয়ার হোসেন জানান, অত্র উপজেলায় দু’টি বিজিবি ক্যাম্প থাকার পরেও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে রাতের আধারে হর হামশে দেশের অভ্যান্তরে ফেন্সিডিল, ইয়াবা ও হিরোইনসহ নানা রকম মাদক প্রবেশ করছে।

এদিক থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধে কাজ করে চলেছে বাঘা থানা পুলিশ। তারা একের পর এক মাদক উদ্ধারসহ আসামী গ্রেপ্তার করছে। বাঘা থানা ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ধৃত দুই মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।