চারঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর ব্রিজ এলাকায় এ অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন-উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা আলম (৩১) ও ইউসুফ (৩৯)।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় শাহিনুর রহমান শাহিন নামের আরেকজন কৌশলে পালিয়ে গেছেন। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।