এবার আন্দোলনে যোগ দেবেন ইমরান খানের দুই ছেলে

অনলাইন ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন। ইমরান খানের বোন আলিমা খান এ তথ্য করেছেন। খবর সামা টিভির।
বুধবার কারবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমকে আলিমা খান জানান, ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। যার চূড়ান্ত পর্যায়ে আগামী ৫ আগস্ট তিনি পৌঁছাতে চান। উল্লেখ্য, এদিনই তার কারবাসের দুবছর পূর্ণ হবে।
আলিমা খান বলেন, ‘ইমরান খান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন— জনগণকে একটি শক্তিশালী প্রতিবাদের জন্য প্রস্তুত থাকতে হবে। ’
‘তিনি (ইমরান) আরও বলেছেন, যারা এই আন্দোলনের ভার বহন করতে পারে না তাদের এখনই চলে যাওয়া উচিত। ’
আলিমা স্পষ্ট করে বলেছেন, ‘ইমরান খানের ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফিরে এসে আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ’