ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৩:১৯ অপরাহ্ন

শিরোনাম

এক ধাক্কায় ৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার রাজশাহী শিক্ষাবোর্ডে, তুবও দেশ সেরা

  • আপডেট: Thursday, July 10, 2025 - 3:50 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর এ পরীক্ষায় পাশের হার এক ধাক্কায় গত ৬ বছরের মধ্যে এ প্রথম ৮০ ভাগের নিচে নেমে এসেছে।

এবার পাশের হার ৭৭ দশমিক৬৩ ভাগ। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সে ক্ষেত্রে এবার জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর আগের বছর জিপিএ ৫ ছিল ২৮ হাজার ৭৪ জন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল এক লাখ ৮২হাজার ৭৯২ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৮০ হাজার ৩১০ জন।
এর মধ্যে এ বছর পাশ করেছে এক লাখ ৩৯ হাজার ৯৩০ জন। সেই হিসেবে গড় পাশের হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ দমশিক ৬৩ ভাগ। সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন।
এর আগে গত বছর রাজশাহীতে এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশিমক ২৬, আগের বছর ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯, আগের বছর ২০২২ সালে ছিল ৮৫ দশমিক ৮৮, তার আগের বছর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৭১, তার আগের বছর ২০২০ সালে ছিল ৯০ দশমিক ৩৭ এবং তার আগের বছর ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ ভাগ। সেই হিসেবে গত ৬ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাশের রাজশাহীতে।