ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১১:৩৮ অপরাহ্ন

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৮ জন গ্রেপ্তার ১২

  • আপডেট: Thursday, July 10, 2025 - 12:33 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিংয়ের স্বর্গরাজ্য নাটোরের লালপুরে অভিযান চালিয়ে চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকস দল। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর আহমেদ (১৯), বড়বাদকয়া  গ্রামের আবু আওয়ালের ছেলে কাইসার মুন্না (২২),  মোহরকয়া গ্রামের আরিফ হোসেনের ছেলে মোমিন হোসেন (১৯), বিলমাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে প্রান্ত মন্ডল (২২), মকলেস মন্ডলের ছেলে মুরাদ মন্ডল (৩৭), সাব্বির মন্ডলের ছেলে সানজিদ মন্ডল (১৯), মোহরকয়া নতুনপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাউসার আলী (২৪) ও বজলুর রহমানের ছেলেদের রেদোয়ান আহমেদ (২২)।

লালপুর থানা সূত্রে জানা, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক ও কিশোর গ্যাং চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১৬টি স্মার্ট ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি অতিরিক্ত মোবাইল সিম কার্ড ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে উপজেলার মোহরকয়া গ্রামের রিয়াজ আলী (২০),  রাব্বি আলী (২১), মোহরকয়া পশ্চিম পাড়া গ্রামের আবির হোসেন (১৯) ও রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাসেল ইসলাম সহ ৪ জনকে ওই অভিযানে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। বুধবার চক্রের ৮ সদস্যকে সাইবার সুরক্ষা আইনে আটক করা হয়েছে। এছাড়া ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।