ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১০:৫৬ অপরাহ্ন

আত্রাইয়ে এক মাদ্রাসা থেকে পাস করেনি কেউই

  • আপডেট: Thursday, July 10, 2025 - 11:46 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এবার প্রকাশিত ফলাফলে নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে কেউ পাস করতে পারেনি।

আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে আত্রাই উপজেলার মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার ১৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে মোট এক হাজার ৪৯৪জন পাস করলেও ৬৭২ জন পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে সবাই ফেল করেছে।

ফটকিয়া দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা জানান, মাদ্রাসা থেকে মোট চারজন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম ফিলাপ করেছিল। এর মধ্যে একজন ছাত্রীর বিয়ে হওয়ায় এবং একজন ছাত্র বিদেশ চলে যাওয়ায় পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

এছাড়া দুইজন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার মাঝা মাঝি সময়ে একজন শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় হাত ভেঙ্গে যাওয়ায় বাকি পরীক্ষায় অংশ গ্রহন করেনি। তবে একজন পরীক্ষর্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও সে ফেল করেছে।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পরেছে। ফলে পড়া লেখা ভাল হয়নি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।

আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা নওগাঁর ধামুইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, সবাই ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।