প্রচলিত না পিআর পদ্ধতিতে ভোট? বিতর্ক তুঙ্গে

সোনালী ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে অনেক কিছু। সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনায় সময় পার করছে ঐকমত্য কমিশন। অনেক বিষয়ের মধ্যে ব্যাপক আলোচনা পিআর বা সংখ্যানুপাত পদ্ধতি নিয়ে। অর্থাৎ সারাদেশে কোন দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে ঠিক হবে দলটির আসন সংখ্যা।
তবে উচ্চ কিংবা নিম্ন, কোনও কক্ষেই পিআর পদ্ধতি চায় না দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। প্রচলিত পদ্ধতির পক্ষে তারা। বিপরীতে, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল উভয়কক্ষেই চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। ঐকমত্য কমিশন বলছে, নিম্নকক্ষে না হলেও উচ্চ কক্ষে এই পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, বিএনপি চাচ্ছে যে উচ্চ কক্ষে পিআর হোক। তবে সেখানে ভোটের হারের ভিত্তিতে নয়, নিম্নকক্ষের সদস্যদের হারের ভিত্তিতে। তো এটা হলে অর্থহীন হবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি উচ্চ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন হয় তাহলে যে দলটি ১ শতাংশ ভোটও পেয়েছে, তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন সেই দলের বক্তব্য এবং ওই দলের ভোটার যারা আছেন তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভব হবে।
বিএনপি ও সিপিবি মনে করছে, পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির আলাপ মানে সময়ক্ষেপণ। এটি ছোট দলগুলোর স্বার্থ হাসিলের কৌশল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বললেন, যারা মেজর পলিটিক্যাল পার্টি তাদের ওপরে কিছুটা চাপ সৃষ্টির জন্য ছোট ছোট রাজনৈতিক দলের বিভিন্ন রকম কৌশল থাকে।
তা-ও হতে পারে এটি। নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের তো প্রশ্নই আসে না। সুযোগই নাই। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা যে ব্যাপারে সবাই একমত হবো করবো। আর যদি ১৯-২০ হয় আলোচনা করে চেষ্টা করবো ঐকমত্য করবো। আর ঐকমত্য না হলে করবো না। সরকার যদি ওইখানে থাকে তাহলে আমি তো মনে করি ঐকমত্য কমিশনে এই আলোচনা উঠবেই না।
নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনের টেবিলে কেন, তা নিয়েই প্রশ্ন সালাউদ্দিন আহমদ ও রুহিন হোসেন প্রিন্সের। সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করার ওপর গুরুত্ব দিতে বলছেন তারা। রুহিন হোসেন প্রিন্স বলেন, আমি মনে করি এখন এই আলোচনায় সময়ক্ষেপণের দরকার নাই এবং আগামী নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে আলাপ-আলোচনা করে আনুপাতিক পদ্ধতিতে আমরা পার্লামেন্ট করবো না দ্বিকক্ষ পার্লামেন্ট করবো।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণভাবে নির্বাচন হলে কোনও আসনে তাদের কোনও প্রার্থী জিতবে সে রকম কোনও সম্ভাবনা নাই। তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে।
স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক ফায়দার জন্য বলতে পারে। কয়েকটি দেশে নজির থাকলেও বাংলাদেশের ভোটের সংস্কৃতি-ইতিহাস সংখ্যানুপাতের উপযোগী নয়। তাই তা সমর্থন করে না বিএনপি, এমনটা বলছেন সালাহউদ্দিন আহমদ।