ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 11:38 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামীর নতুন বাংলাদেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সপ্তাহজুড়ে চলছে উঠান বৈঠক। বর্ষার কাদা পানি উপেক্ষা করে এসব বৈঠকে নারী-পুরুষ নির্বিশেষে উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন।

এরই অংশ হিসেবে  মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কাঞ্চন গ্রামে, ৭ জুলাই বিকেলে চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী সাদ্দামের মোড়ে, ৪ জুলাই বিকেলে হাতুড় ইউনিয়নের বেলকুড়ি গ্রামে, ৩ জুলাই বিকেলে খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ও ৩০ জুন বিকেলে ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও আগামী নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ রবিউল আলম বুলেট এসব বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য চঞ্চল রহমান, সদস্য খাইরুল ইসলাম, সদস্য ইখতিয়ার উদ্দিন দুরন্ত, সদস্য আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, ছাত্রদল নেতা রহমত আলী ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।