ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে উদ্বোধনী দিনে পুঠিয়া উপজেলা জয়ী

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 11:52 pm

স্পোর্টস ডেস্ক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ও টুর্নামেন্টে আয়োজন এবং বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায়  মঙ্গলবার বিকেলে পুঠিয়া পিএন স্কুল মাঠ দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৫-০ গোলের বিরাট ব্যবধানে চারঘাট উপজেলা ফুটবল দলকে হারায়।

আজ বুধবার (০৯ জুলাই) মোহনপুর উপজেলা ভেণ্যুতে পবা উপজেলা ও বাগমারা উপজেলা অংশ নেবে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার।

এসময় চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, শামীম হোসেন, টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক তৌফিকুর রহমান রতন, ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।