ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১০:০৯ অপরাহ্ন

ঘোড়া দিয়ে জমিতে মই চাষ

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:19 am

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে ঘোড়া দিয়ে রোপা আমন রোপণের জমিতে মই চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তানোর উপজেলার মোহর গ্রামের কৃষক নাসির উদ্দীন।

এ নিয়ে কৃষকদের মধ্যে কৌতুহলের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক নাসির উদ্দীন বলেন, গত সপ্তাহে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করার পর মই দেয়ার জন্য গরুর বলদের মই না পেয়ে ঘোড়া দিয়েই মই চাষ শুরু করি। এমন দৃশ্য দেখে আমার জমির পার্শ্বের জমির মালিক বায়না ধরেন তার জমিতেও মই চাষ করে দেয়ার জন্য।

তিনি বলেন, ২ বিঘা জমিতে মই চাষ দিয়ে ৪শ টাকা নিয়েছি, সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা। গত কয়েক দিন থেকে প্রথম বারের মত এলাকার কৃষকদের জমিতে বাণিজ্যিক ভাবে মই চাষ শুরু করছি। তিনি বলেন, প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টায় ৭ বিঘা থেকে ৮ বিঘা পর্যন্ত রোপা আমন রোপণের জমিতে মই করছি। তিনি আরও বলেন, কৃষকদের গোয়ালে এখন আর গরুর বলদ নেই।

নেই গরুর হাল ও গরুর গাড়ি। এক সময় প্রায় প্রতিটি কৃষকের গোয়ালেই হাল চাষের জন্য গরুর বলদ ও লাঙ্গলসহ ধান ঘরে তোলার জন্য গাড়িও ছিল। আধুনিকতার ছোঁয়ায় এবং কালের আবর্তে এখন বিলুপ্ত।

তানোর সদর গ্রামের হামিদুর রহমান বলেন, মোহর গ্রামের জমির মাঠে আমার সাড়ে ৭ বিঘা জমি রয়েছে। ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করার পর মই দেয়ার জন্য গরুর বলদের মই পাচ্ছিলাম না। ঠিক তখনই চোখে পড়ে নাসির উদ্দীনের ঘোড়া দিয়ে মই চাষ করার দৃশ্য। আমিও আমার জমিতে ১ হাজার ৫শ’ টাকার বিনিময়ে ঘোড়া দিয়ে মই চাষ করে নিয়েছি।

গরু দিয়ে মই চাষ সময় ও খরচ বেশি লাগতো। তিনি বলেন, কম সময়ে খুব সুন্দর ভাবে মই চাষ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, কৃষক নাসির উদ্দীন প্রতিদিনই কৃষকদের রোপা আমন রোপণের জমিতে মই চাষ করে দিচ্ছেন। কৃষকরা বলছেন, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষের পরও জমি সমান করতে মই চাষের প্রয়োজন পড়ে।

কিন্তু আগের মত কৃষকদের গোয়ালে এখন আর নেই বাংলার ঐতিহ্য গরুর বলদ ও হাল (লাঙল) এবং গরুর গাড়ি। ফলে, ঘোড়া দিয়ে মই চাষ এটি ভালো একটি উদ্যোগ বলেও জানান কৃষকরা।

কৃষকরা আরো বলছেন, গরুর বলদের চেয়ে ঘোড়ার দাম ও খরচ কম। তানোর উপজেলার হাতিনান্দা  গ্রামের আদর্শ কৃষক সুলতান আহম্মেদ বলেন, আমাদের বাড়িতে এক সময় অনেক গরুর পাশাপাশি গরু ও মহিষের ৫ টি হাল ও গাড়িও ছিল। কিন্তু এখন একটাও নেই। তিনি বলেন, ট্রাক্টর দিয়েই জমি চাষ করা হচ্ছে, তারপরও মই চাষের প্রয়োজন হয়।

কিন্তু পাওয়া যাচ্ছে না। ট্রাক্টর দিয়েই কোন রকমে কাজ চালিয়ে নিতে হচ্ছে বলেও জানান তিনি। তানোর উপজেলার  চুনিয়া পাড়া গ্রামের আশরাফুল ইসলাম রন্জু বলেন, এক সময় জমি চাষসহ সকল কাজেই গরুর ব্যবহার ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এবং কালের আবর্তে এখন এসব শুধুই স্মৃতি।