আরও ১১ জনের করোনা শনাক্ত

সোনালী ডেস্ক: দেশে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা যান ২৪ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ রোগী। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয় ৬৪৩ জন।