আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করলেন ইউওনও

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ২০২৪- ২০২৫ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা বাবদ পুরর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছীতে বিপুল পরিমান ইউক্যালিপটাস ও আকাশমনি যারা ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিউটি নার্সারি, সাদিয়া নার্সারি, শারমিন নার্সারি ও মিলি নার্সারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ১৫ মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন একটি স্মারকে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।
উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। আদেশের উপর ভিত্তি করে বদলগাছী উপজেলায় আকাশমণি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী ১০টি নার্সারির তালিকা করা হয়।
পর্যায়ক্রমে সকল নার্সারিতে এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি এবং সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কয়েকটি নার্সারিতে এই অভিযান পরিচালনা করে অবৈধ্য চারাগুলো ধ্বংস করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, পাহাড়পুর ইউনিয়ন উপ সহকারী কৃষি অফিসার সহ উপজেলার সাংবাদিকবৃন্দ।