ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১২:০৬ পূর্বাহ্ন

পুলিশ ফাঁড়ির অদূরে ভ্যান ছিনতাই

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 11:30 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার জামনগর পুলিশ ফাঁড়ি’র অদূরে আজাদ আলী (৩৫) নামের এক কলা ব্যবসায়ীর নিজস্ব ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা তাঁর হাত-পা ও মুখ বেঁধে মারপিট ও কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান নিয়ে পালায়।

মঙ্গলবার ভোরে জামনগর পকেটখালি পুলিশ ক্যাম্পের অদূরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক আজাদ আলী উপজেলার জামনগর কুঠিপাড়া গ্রামের বাসিন্দা আলান আলীর ছেলে। পুলিশ ক্যাম্পের কাছে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে আজাদ আলী নিজের কলাবোঝাই ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কলা বিক্রির উদ্দেশে রাজশাহীর পুঠিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পকেটখালি পুলিশ ক্যাম্পের অদূরে একদল দুর্বৃত্ত সড়কে বাঁশ ফেলে তার পথরোধ করে।

চালক আজাদ ভ্যান থামাতেই তাকে জোর করে ভ্যান থেকে নামিয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং কলাগুলো সড়কে ফেলে দিয়ে ভ্যানগাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় পথচারীরা রক্তাক্ত অবস্থায় আজাদকে দেখে পকেটখালী পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।