ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

দাপট থামেনি করিমের

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:57 am

স্টাফ রিপোর্টার: দাপট কমেনি গোদাগাড়ীর আওয়ামী লীগ নেতা করিমের। রাজশাহীর গোদাগাড়ীর ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল করিম তার সহযোগীদের নিয়ে ভয় দেখাচ্ছেন প্রতিপক্ষকে। করিম আওয়ামী লীগের ঋষিকুল ইউনিয়ন কমিটির সহ সভাপতি।

করিমসহ চারজন ঝিকড়াপাড়া গ্রামের মনসুর রহমানের কাছে এক একর ৩৬ শতক জমি কিনে নেন বলে দাবি করেন। এরপর থেকে তারা ওই দাগের প্রায় তিন একর জমি জবর দখল করে আসছেন। তারা এই জমি জনৈক মনসুর রহমানের কাছে কিনে নেয় বলে জানান।

তবে এই জমির আরএস খতিয়ানে রেকর্ড রয়েছে মোবাইদুর রহমান পিতা মনসুর রহমান নামে। এরপর থেকে এই জমির বিষয়ে মালিকপক্ষ মাইনুর, মামুনুর এবং মহিনুরকে হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

এই জালিয়াতির বিরুদ্ধে মামুনুর গত মে মাসে গোদাগাড়ী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। এতে বলা হয় নিজেদের জমিতে বেড়া দেয়ার সময় বিবাদীরা মামুনুরসহ তিন ভাইকে হুমকি ধামকি দেয় এবং চাঁদা দাবি করে।

এ বিষয়ে আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তারা এই জমি ১৯৯১ সালে কিনে নেন। এরপর থেকে তারা এটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি মামুনুর সেখানে বেড়া দিতে গেলে তারা তাকে বাধা দেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তিনি এলাকায় সার ও কীটনাশকের ব্যবসা করেন বলে জানান।

এ বিষয়ে মমিনুর রহমান বলেন, তার চাচা মনসুর রহমানের মালিকানায় মোট এক একর ৩৬ শতাংশ ভিটা জমি ছিল। বিবাদীরা পুরো জমি কিনেছে দাবি করে। তার পরেও তারা অতিরিক্ত জায়গা ভোগ দখল করছে। তার (মামুনুর) নিজের জায়গাতে বেড়া দিতে গেলে করিমসহ অন্য বিবাদীরা কাজে বাধা দেয় এবং হুমকি ধামকি দেয়।