ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ১:৫৯ পূর্বাহ্ন

জুলুর শাস্তির দাবিতে মানববন্ধন রাজশাহী প্রেসক্লাব দখল মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:48 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবে ঢুকে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম পুটু বাবু (৪১)। নগরের বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া মহল্লায় তার বাড়ি।

সোমবার সকালে রাজশাহী প্রেসক্লাবে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে কারাগারে থাকা নজরুল ইসলাম জুলুর শাস্তির দাবিতে গতকাল সকালে সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে ক্লাব থেকে বের করে দেয়া হয়েছিল।

কিছু সাংবাদিক ক্লাবের দখল নিয়ে তারা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি এবং পরবর্তীতে কমিটি পুণর্গঠন করা হয়েছিল। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন নজরুল ইসলাম জুলু নামের একজন কথিত সাংবাদিক।

সম্প্রতি একটি গোলাগুলির ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হন নজরুল ইসলাম জুলু। তাঁর সঙ্গে ছেলে নাজমুল ইসলাম জিম এবং  মনা নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে গত শনিবার রাতে প্রেসক্লাবে যান সভাপতি সাইদুর রহমান। প্রেসক্লাব দখলের ওই ঘটনায় পরদিন রোববার থানায় একটি মামলাও করেন অর্থ সম্পাদক  আল-আমিন।

এ মামলায় নজরুল ইসলাম জুলু, তাঁর দুই ছেলেসহ ছয়জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে সোমবার গ্রেপ্তার পুটু বাবুরও নাম আছে। সোমবার প্রেসক্লাবে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘পুটু বাবু নজরুল ইসলাম জুলুর সহযোগী। সে প্রেসক্লাবে হামলা করতে এসেছিল। এরা আমাকে বের করে দিয়ে প্রেসক্লাবকে টর্চার সেল ও চাঁদাবাজির মূল কেন্দ্র বানিয়েছিল। সে থেকে প্রেসক্লাবকে মুক্ত করা হয়েছে।’

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ‘পুটু বাবুকে প্রেসক্লাবে হামলা ও দখলের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে কারাগারে থাকা নজরুল ইসলাম জুলুর শাস্তির দাবিতে গতকাল সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন হয়েছে। ‘টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসী’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এর আগে খুলিপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাগরপাড়া, রাণীবাজার, বাটার মোড় হয়ে জিরোপয়েন্টে যান অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন। সাংবাদিকতার ছদ্মাবেশে তিনি অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছেন। তারা নজরুল ইসলাম জুলুর সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্ত করে দেখার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তরুণ দলের রাজশাহী জেলার সহসভাপতি ডিকেন, ভুক্তভোগী আজিজ,  বাদল, আবু রাসেল মনি, আনোয়ারুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।