ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:12 am

চাঁপাই প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে ককটেল বিস্ফোরণ এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় এজাহারনামীয় তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার বিকেলে উপজেলার চামাগ্রাম ও আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি ও সদরের আরামবাগ এলাকার বাসিন্দা মো. মাহামুদ ওরফে মাহমুদ কানা (২০), মামলার ৬ নম্বর আসামি ও একই এলাকার বাসিন্দা মো. মোসা (১৭) এবং মামলার ৮ নম্বর আসামি মো. রাতুল (২০)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার (৪ জুন) রাতে শহরের মৃধাপাড়া এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনায় অন্তত দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এতে একজন স্থানীয় ও কিশোর গ্যাংয়ের এক সদস্য আহত আহত হয়। পুলিশ জানায়, রোববার বিকেলে সদর উপজেলার চামাগ্রাম এলাকা থেকে মাহামুদ ও রাতুলকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে আরামবাগের নিজ বাড়ি থেকে আরেক আসামি মোসাকে গ্রেপ্তার করা হয়।

কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, ওই ঘটনায় গত শনিবার (৫ জুলাই) ৮ জনকে আসামি করে সদর থানায় বিস্ফোরকসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বেও সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় আহত মাহমুদের চিকিৎসা করানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।