ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

গোদাগাড়ীতে শুরু হচ্ছে পোশাক তৈরির প্রশিক্ষণ

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 11:24 pm

গোদাগাড়ী প্রতিনিধি: বেকারত্ব দূরীকরণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোদাগাড়ীতে তিন মাসব্যাপী আধুনিক পোশাক তৈরির ওপর উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মরিয়ম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করে তুলতে হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা বিভিন্ন গার্মেন্টস বা ফ্যাশন হাউজে চাকরি করতে পারবেন। পাশাপাশি, চাইলে নিজেরাও ছোট পরিসরে ব্যবসা শুরু করে উপার্জনের সুযোগ নিতে পারবেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে। এতে যুব সমাজ মাদক ও অন্য সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে এবং নিজ পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে পারবে।

প্রশিক্ষণ চলাকালে আধুনিক পোশাক তৈরির নানা দিক যেমন কাপড় কাটিং, ডিজাইনিং, মেশিন পরিচালনা, ঝরঝরে ফিনিশিং, মার্কেটিং ধারণা ও উদ্যোক্তা হওয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে।

আগ্রহী নারী ও পুরুষদের গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিস অথবা উপজেলা প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।