ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:33 am

স্টাফ রিপোর্টার:  ‘দেশের পরবর্তিত পরিস্থিতিতে গণপরিবহনগুলো বিভাগের সকল জেলায় সুষ্ঠুভাবে চলাচলের জন্য উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি’র জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর গ্রেটার রোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি’র জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (ঢাকা) সভাপতি আব্দুর রহিম বক্স ।

সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৬ জেলার বাস মিনিবাস মালিক সমিতি/গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয় ও সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভায় সভাপতি পদের বিষয়ে আপত্তি থাকায় এই পদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

তবে পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন কার্যকরী সভাপতি, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মহাসচিব এবং বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরোকে যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (ঢাকা) কোষাধ্যক্ষ খোকন মিয়া ও রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম। সভা শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।