ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ৫:২৫ পূর্বাহ্ন

তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট: Tuesday, July 8, 2025 - 12:00 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর এলাকায় ২ কোটি ৮৬ রাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক চলমান কাজ পরিদর্শন করছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তানোর পৌর প্রশাসক লিয়াকত সালমান।

গত রোববার বিকালে তিনি তানোর পৌর এলাকার তালন্দ ও বাজে আকচা মহল্লায় পৃথক ২টি মাটির কাচা রাস্তা পাকাকরণ চলমান কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর সভার কার্য সহকারী মাহাবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, কোভিড ১৯ এর প্রকল্পের আওতায় ২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে তানোর পৌর এলাকায় সাড়ে ৪ কিলোমিটার ছোট ছোট ৮টি নতুন রাস্তা পাকাকরণ, ৩ টি নতুন ড্রেন নির্মাণ, ২টি গোরস্তান ও  ১টি ঈদগাহের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। তানোর পৌর সভার উদ্যোগে রাস্তা ২টি পাকা করণের জন্য মাটি খনন কাজ শুরু করা হয়েছে।

নতুন রাস্তা নির্মাণের জন্য মাটি খননের কাজ পরিদর্শন করেন তিন। এসময় তিনি জনসাধারণের বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিয়ম অনুযায়ী ও সঠিকভাবে কাজ করতে ঠিকাদারসহ পৌর কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করেন। তানোর পৌর সভার নাগরিকরা বলছেন, তানোর পৌর সভা প্রতিষ্ঠার ৩০ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি তানোর পৌর এলাকায়। পৌর সভার নাগরিক হিসেবে প্রাপ্য নাগরিকরা কোন সুবিধা পায়না।

বেশির ভাগ রাস্তাগুলো এখনো মাটির কাচা রাস্তায় রয়ে গেছে। তানোর পৌর এলাকায় পাড়া মহল্লার ও রাস্তা ঘাটে এখনো জ্বলেনি বিদ্যুতের আলো। নেই খাবার সুপ্রিয় পানি সাপ্লায়ের ব্যবস্থা। সম্প্রতি এসব উন্নয়ন কর্মকাণ্ডের খবরে পৌরবাসীর মধ্যে এক ধরনের উৎফুল্লতার সৃষ্টি হয়েছে। নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন নাগরিকরা।

তানোর পৌর সভার কার্য সহকারী মাহাবুর রহমান বলেন, বর্তমানে রাজস্ব আদায় বেড়েছে। এই ভাবে রাজস্ব আদায় বাড়তে থাকলে আগামীতে ১ম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌরসভার মান বাড়লে সরকারি বরাদ্দ বেড়ে যাবে এবং উন্নয়নও বৃদ্ধি পাবে। নাগরিক সুবিধা পেতে পৌর বাসীকে নিয়মিত পৌর কর পরিশোধ করতে হবে বলেও জানান তিনি।