ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান এডিটরস ফোরামের

  • আপডেট: Sunday, July 6, 2025 - 12:09 am

স্টাফ রিপোর্টার: পেশা হিসেবে সাংবাদিকতাকে সম্মানজনক অবস্থানে রাখতে সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান জানিয়েছে রাজশাহী এডিটরস ফোরাম।

শনিবার দুপুরে এডিটরস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় এই আহবান জানানো হয়। সামাজিকভাবে সাংবাদিকতা পেশার সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে নিজেদের বিরত থাকার আহবানও জানান ফোরামের নেতৃবৃন্দ।

সেই সাথে স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয় সভায়। সভায় রাজশাহী এডিটরস ফোরামের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে।

দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।