ঢাকা | জুলাই ১০, ২০২৫ - ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

  • আপডেট: Sunday, July 6, 2025 - 7:29 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর নগরপাড়া সিটি বাইপাশ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের ড্রাইভার আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নগরীর লিলিহলের দিক থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে ও অপরদিক কাশিয়াডাঙ্গা থেকে একটি ট্রাক আসছিলো। পথিমধ্যে নগরপাড়া সিটি বাইপাশ মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২-৩ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।