ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৯:৩৫ অপরাহ্ন

নির্বাচনি রোডম্যাপ ঘোষণা রাজশাহী প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের জন্য উন্মুক্ত

  • আপডেট: Sunday, July 6, 2025 - 12:13 am

প্রেস বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার রাতে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ২০ টাকার বিনিময়ে ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেয়া এবং আগামী ৩০ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক কালেরকন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্ব এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুকদের জন্য আবেদন আহ্বানসহ সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, এনটিভির সিনিয়র রিপোর্টার শ.ম সাজু, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহীর ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপুর সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, রাজশাহী প্রেসক্লাবকে সাংবাদিকদের জন্য সার্বজনীন করার লক্ষ্যে নতুনভাবে সদস্য নেয়া হবে। এ লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী পেশাদার সাংবাদিকরা মাত্র ২০ টাকার বিনিময়ে আগামী ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সদস্য হতে আগ্রহীরা নির্ধারিত তারিখের মধ্যে বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাব এবং ৎধলংযধযরঢ়ৎবংংপষঁন১৯৫৪@মসধরষ.পড়স, ও হটস অ্যাপ নম্বর ০১৭০৬-৩৬৭২৭৯ এর মাধ্যমে আবেদন ফরম চাইলেও তা সরবরাহ করা হবে।

এছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, দৈনিক নতুন প্রভাত, দৈনিক উত্তরা প্রতিদিন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। এক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি/স্নাতক পাস হতে হবে। তবে ১০ বছর বা তদুর্ধ্ব সময় সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্নদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত গণমাধ্যমের পরিচয়পত্র ও নিয়োগপত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি ও এক কপি ছবি সংযুক্ত করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে আগামী ৩১ আগস্ট যোগ্য নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে। প্রেসক্লাবের নতুন সদস্য দেয়ার ক্ষেত্রে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সভায় রাজশাহী প্রেসক্লাবের নির্বাচনের রোডম্যাপও তৈরির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৩০ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। এর আগে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হবে। সভায় রাজশাহী প্রেসক্লাব সার্বজনীন করতে একটি ‘সাংবাদিক ঐক্য সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মোঃ ফাত্তাহ (চ্যানেল আই), সাধারণ সম্পাদক শাহ সুফি মহিব্বুল আরেফিন (দ্য নি নেশন ও আমার সংবাদ), যুগ্ম সম্পাদক ডালিম হোসেন শান্ত ( দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ ওমর ফারুক (বাসস), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (ঢাকা মেইল), ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (বাংলাদেশ বেতার, দৈনিক আলো ও প্রিয়জন টিভি), নির্বাহী সদস্য সোহেল মাহবুব ( সম্পাদক, দৈনিক নতুন প্রভাত), জাহিদ হাসান (এসএ টিভি), আমজাদ হোসেন শিমুল (দৈনিক কালবেলা), মাহবুব হোসেন (দৈনিক মানবকণ্ঠ) ও আবু সাইদ রনি (এনটিভি অনলাইন) উপস্থিত ছিলেন।