ঢাকা | জুলাই ৭, ২০২৫ - ৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট: Sunday, July 6, 2025 - 12:26 am

স্টাফ রিপোর্টার: রুয়েট শিক্ষার্থীদের দশম গ্রেড দাবি ও তিন দফা দাবির প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

শনিবার নগরীর শালবাগান পলিটেকনিক ও নওদাপাড়া মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলগেট এলাকায় এক হয়ে বিক্ষোভ মিছিল করে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ঘণ্টা খানেক সেখানে অবস্থানের পর বেলা ১টায় এই সামবেশ শেষ করেন তারা। এসময় আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, এতোদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিলো। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন।

এমনকি রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছেন। কেনো তারা তাদের পদ অবদমন চান সেটি বুঝতে পারছে না কেউ। এছাড়াও গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীদের দেয়া তিন দফাকে অযৌক্তিক দাবি করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য করে কোন কটুক্তি না করার আহবান জানান অংশগ্রহণকারীরা। এর ব্যত্যয় ঘটলে আবারও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।