দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শেষ দিকে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন জেনিথ লিয়ানাগে। ১৭০ রানে অষ্টম উইকেট পতনের পরও বাংলাদেশের প্রায় হাতের মুঠোয় নেওয়া ম্যাচটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। নবম উইকেটে চামিরাকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটিতে সম্ভাবনা শেষ দিকেও বাঁচিয়ে রেখেছিলেন। ১৮ বলে সমীকরণ নামিয়ে আনেন ২৭ রানে। পরের ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচটা আরও কাছে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু ৪৭.২ ওভারে বিপজ্জনক লঙ্কান ব্যাটারকে কাটার মাস্টার ৭৮ রানে থামালে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। তার পর দুশমন্থ চামিরাকে (১৩) তানজিম সাকিব বোল্ড করলে ২৩২ রানে অলআউট হয়েছে লঙ্কান দল। বাংলাদেশ পেয়েছে ১৬ রানের জয়। তাতে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
জয়ের নায়ক মূলত বামহাতি স্পিনার তানভীর ইসলাম। শুরুর দিকে ঝড়ো ব্যাট করতে থাকা কুশল মেন্ডিসকে ৫৬ রানে থামিয়েই লঙ্কানদের ছন্দপতন ঘটান তিনি। শেষ পর্যন্ত ৩৯ রানে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। শামীমের অবদানও কম নয়। কৃপণ বোলিংয়ে ৯ ওভারে ১ মেডেনে ২২ রান দিয়েছেন।
নিয়েছেন একটি উইকেট। ৩৪ রানে দুটি নিয়েছেন তানজিম সাকিব। একটি করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২৩২/১০। বাংলাদেশ ৪৫.৫ ওভারে ২৪৮/১০ (তানজিম ৩৩*; তানজিদ ৭, শান্ত ১৪, ইমন ৬৭, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, হৃদয় ৫১, হাসান ০, তানভীর ৪, মোস্তাফিজ ০)। ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।