কারবালার শহীদদের স্মরণে রাজশাহীতে শোক মিছিল

অনলাইন ডেস্ক: মহান কারবালা প্রান্তরে মহানবীর (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ স্মরণে রাজশাহীতে পালিত হয়েছে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস।
রবিবার (৬ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ উপলক্ষে শোক মিছিল, পদযাত্রা, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে তাজিয়া মিছিল ও পথসভায় অংশ নেন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মুসলমান। রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি ড. শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা, সাবেক কাউন্সিলর অধ্যাপক আব্দুস সামাদ, আল-জামিয়াতুল আরাবিয়্যাহ রাজশাহীর সমন্বয়ক হাফেজ মো. নুরুজ্জামান, বিশ্ববাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খয়বুর আলী।
বক্তারা আশুরার গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে বলেন, কারবালার শহীদদের আত্মত্যাগ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়। পরে ৭২ শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে শেষ হয় শোক মিছিল।