আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ বিভিন্ন ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার পলাতক আসামী রাজশাহীর বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের বছির আলীর ছেলে সৈয়দ আলী (৩০) কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (২৩), পার-ব্রজপুর গ্রামের আইনুল আলীর ছেলে জেনাবুল ইসলাম রুবেল (২৭), বড়শিমলা গ্রামের আমির আলীর ছেলে জালাল উদ্দীন (২৮) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে মিলন ওরফে করণ (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।