ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ১০:৩৬ পূর্বাহ্ন

বিএমডিএ’র সাবেক চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের স্মরণে দোয়া অনুষ্ঠান

  • আপডেট: Saturday, July 5, 2025 - 12:03 am

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম রূপকার, সফল নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান ডা. এম আসাদুজ্জামান-এর মরণোত্তর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার শরিফুল হক।

এতে সভাপতিত্ব করেন প্রাক্তন অ্যাডল প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান। বিশেষ অতিথি প্রাক্তন এসিই প্রকৌশলী আবু তালেব ভূঁইয়া, প্রাক্তন সচিব আজিজুর রহমান, প্রাক্তন সেক্রেটারি শরীফুল হক, রকিমোজ্জামান, আশরাফ আলী, আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানে এম আসাদুজ্জামান-এর স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূসহ তার স্বজনরাও উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS