ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন একে অপরকে দোষারোপ

  • আপডেট: Saturday, July 5, 2025 - 11:56 pm

পদ্মা আবাসিকে যুবলীগ নেতা রনির খোঁজে মব সৃষ্টি:

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ভদ্রা পারিজাত এলাকার একটি বাড়ি থেকে মব সৃষ্টি করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করাসহ হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূ হাবিবা আক্তার মুক্তা।

তবে অভিযুক্ত মাহমুদ হাসান শিশিল পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন। শনিবার সকাল ও দুপুরে পাল্টাপাল্টি এ সংবাদ সম্মেলন করে দুইপক্ষ।

শনিবার সকাল ১১ টায় নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে গৃহবধূ হাবিবা আক্তার মুক্তা অভিযোগ করেন, ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২নং রোডের ১৫নং বাড়ির বাসিন্দা তিনি।

গত ৩ জুলাই দুপুর ২টার দিকে আমার মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান শিশিল একদল সন্ত্রাসী নিয়ে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে। তারা আমাদের ফ্ল্যাটে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ও আমাকে নির্যাতন করে। যা ডাকাতির সামিল। এসময় আমি বাসায় একা ছিলাম।

পরে বিষয়টি ধামাচাপা দেবার জন্য শিশিল বিকাল ৪ টার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এনে আবারও আমার বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশির নাটক সাজায়।

যার পুরো সিসি ক্যামেরা ফুটেজ পুলিশসহ আমাদের কাছে রয়েছে। বাসায় কে কখন প্রবেশ হয় ও বের হয় তার তথ্য সিসি ক্যামেরায় সংরক্ষণ রয়েছে। এই ঘটনায় আমি বাদি হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি। সেই সাথে পুলিশকে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে।

তিনি বলেন, মব সৃষ্টিকারী শিশিলের এসবের পেছনে রয়েছে তার ভাই ও আমার জামাতা সিজারের পৈত্রিক সম্পত্তি আত্মসাত করা। আমার জামাতা মেহেদী হাসান সিজারের বাবা মাহবুব কন্টাক্টর হিসেবে রাজশাহীতে সুপরিচিত। তিনি ২০২১ সালে মারা যান। এরপর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগ দখলের জন্য আমার জামাতাকে নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে তারই ভাই মাহমুদ হাসান শিশিল।

তাই আমাদের জিম্মি করে সিজারকে তার কথা মতো পরিচালনা করতে পরিকল্পিতভাবে এই হামলা চালায় শিশিল। এর পেছনে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। শিশিল তার ভাই সিজারকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি শিশিল নিজে আত্মসাতের জন্য এই মব সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করার পাশাপশি বাড়িতে ডাকাতি ও আমার জামাতাকে সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে।

এদিকে বিকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন মাহমুদ হাসান শিশিল। সেখানে সকালের সংবাদ সম্মেলনে তোলা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁর ভাই ছাত্রলীগ করতেন। তাঁর ভাই ২৮তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তখন তাঁর জন্য সুপারিশ করে প্রত্যয়নপত্র দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। এই প্রত্যয়নপত্রে সিজারকে ছাত্রলীগ বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি প্রত্যয়নপত্রটি দেখান। শিশিল দাবি করেন, ‘মব’ সৃষ্টি করে ভয় দেখাতে তাঁরা তাঁর ভাইয়ের শ্বশুরবাড়ি যাননি।

তাঁরা খবর পান যে ওই বাড়িতে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি অবস্থান করছেন এবং কিছু মানুষ ভবনটি ঘেরাও করেছেন। ‘উত্তেজনা প্রশমিত’ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে তাঁরা সেখানে যান। দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তিনি দ্রুত সেটি প্রত্যাহারেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিশিলের সঙ্গে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মীর তারেক, সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।