হজের ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে বন্ধ ২ ঘণ্টা

অনলাইন ডেস্ক: সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে ৩৮৭ জন হাজী নিয়ে ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে।
এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। তবে বিমানে থাকা ৩৮৭ জন হাজী নিরাপদে নেমে আসেন।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায় এবং আর চলতে পারে না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।
এ ঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফ্লাইটে থাকা সব হাজী নিরাপদেই ছিলেন।