ঢাকা | জুলাই ১০, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে এনসিপির পথসভা আজ

  • আপডেট: Saturday, July 5, 2025 - 11:52 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিনে আজ রোববার রাজশাহীতে কর্মসূচি পালিত হবে।

এর প্রস্তুতি জানাতে গতকাল শনিবার বিকালে রাজশাহীর এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন। এদিন স্বরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানায়, পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে। আগত পদযাত্রাটি রাজশাহীর সঙ্গে মিলিত হবে আজ রোববার দুপুর ২টায়। এছাড়া গোদাগাড়ী উপজেলায় পথসভা করার মধ্য দিয়ে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে।

বিকাল সাড়ে তিনটায় নগরীর রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরীর আনুষ্ঠানিক কর্মসূচি। পথযাত্রাটি রেলগেট থেকে নিউমার্কেট, রাণীবাজার, সাগরপাড়া, আলুপট্টি, সাহেববাজার, রাজশাহী কলেজ, সিটি কলেজ, বাটার মোড়, রয়েল রাজ, গনকপাড়া হয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া পরিকল্পনা রয়েছে, পথযাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে পবা উপজেলার কাটাখালি বাজারে পথসভা ছাড়াও শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক আয়োজনে রাজশাহীর সকল নাগরিককে দলে দলে যোগদানের আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ও মহানগর।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস ও রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া প্রমুখ।